ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
চাইলে যেকোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী হতে পারেন বলে জানিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের ড্রিমগার্ল খ্যাত অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি রাজস্থানের বানস্বরায় এক অনুষ্ঠানে এমনই দাবি করেন মথুরার বিজেপি দলীয় এই সংসদ সদস্য।
তিনি এ বিষয়ে স্পষ্টতই জানান এ বিষয়ে তার কোনো আগ্রহই নেই। এ কারণে তিনি মুখ্যমন্ত্রী হতে কোনো চেষ্টাও করছেন না।
৬৯ বছরের তারকা এই অভিনেত্রী-রাজনীতিবিদ বলেন, তিনি যদি এখন মুখ্যমন্ত্রী হন, তাহলে নিজের স্বাধীনভাবে লড়াই করাই বন্ধ হয়ে যাবে।
যেহেতু হেমা মালিনি উত্তরপ্রদেশের সংসদ সদস্য, তাই তিনি মুখ্যমন্ত্রী হলে ওই প্রদেশেরই হবেন। বর্তমানে এই পদে আছেন বিজেপির যোগী আদিত্যনাথ।
হেমা মালিনি জানিয়েছেন, এমপি হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি আমজনতার জন্যে প্রচুর কাজ করেছেন, আগামীতেও করবেন।
নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করে হেমা মালিনী বলেন, তিনি (মোদি) কৃষক, মহিলা ও গরীবদের জন্য অনেক কাজ করেছেন। বিরোধীরা যতই সমালোচনা করুক, দেশের জন্য মোদির অবদান সত্যিই প্রশংসনীয়।
হেমা মালিনি ২০০৩ সালে বাজপেয়ি সরকারের আমলে মনোনীত সদস্য হিসেবে প্রথম রাজ্য সভায় প্রবেশ করেন। এরপর ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এ পর্যন্ত দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সদ্য লাস্যময়ী এই অভিনেত্রী। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment