ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
দুর্নীতির মামলায় দণ্ডিত আসামিকে আন্দোলন করে মুক্ত করা সম্ভব হবে না বলে বিএনপিকে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ।
দলীয় প্রধানের মুক্তির দাবিতে শুক্রবার রাজধানীতে বিএনপির সমাবেশের দিন দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করতে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির সভায় হানিফ আরও বলেন, আদালতেই খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ। তাই আইনি লড়াই করতে বিএনপিকে পরামর্শ দেন তিনি।
গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে কারাগারে খালেদা জিয়া। বিএনপি আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনে তাদের নেত্রীকে মুক্ত করার ঘোষণা দিয়েছে। আজকের সমাবেশে তারা বলেছে, সাবেক প্রধানমন্ত্রী মুক্ত না হলে দেশে কোনো নির্বাচন হবে না।
আর বিএনপি নেতাদেরকে হানিফ বলেন, ‘আন্দোলন করে দণ্ডপ্রাপ্ত আসামি কে মুক্ত করা যায় না।’
‘আন্দোলনের নামে দলটি (বিএনপি) প্রহসন করছে তারা। বেগম খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আদালত। আদালতের রায় নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বেড়িয়ে আসতে হবে।’
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সরকারের সঙ্গে সংলাপসহ বিএনপির অন্য দাবি নিয়েও কথা বলেন হানিফ। বলেন, ‘বিএনপির কোনো দাবি মেনে নেওয়ার প্রশ্নই উঠে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’
সরকারি কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন আওয়ামী লীগ নেতা। বলেন, ‘কোটা আন্দোলনের পেছনে রয়েছে বিএনপি-জামায়াত। ২০০১ সালে মুক্তিযুদ্ধাদের কোটা বাতিলের দাবি করেছিল জামায়াত। কোটা আন্দোলনে ভর করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল একাত্তরে পরাজিতরা।’
হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র থেমে নেই। একটা ব্যর্থ হয়ে আরেকটা শুরু করে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment