একুশে মিডিয়া, মুন্সিগঞ্জ রিপোর্ট:
অবশেষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোববার ভোররাত থেকে নিখোঁজ থাকার পর সোমবার তার মৃত দেহ উদ্ধার করা হয়।
নিহত ওই ছাত্রের নাম মো. সাইদুর রহমান ওরফে পায়েল (২১)। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন। বাড়ি চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার আই ব্লকে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
লাশ উদ্ধারের ব্যাপারে গজারিয়া থানার এসআই মো. আসাদুজ্জামান তালুকদার ‘একুশে মিডিয়া’কে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাটেরচর সেতুর নিচে ফুলদী নদীতে ভাসমান অবস্থায় এক তরুণের মৃতদেহ পাওয়া যায়। মৃত ওই যুবকের পকেটে একটি মানিব্যাগ ছিল।
ওই মানিব্যাগে লন্ড্রির রসিদ এবং জন্ম নিবন্ধন নম্বর ছিল। এগুলোর ভিত্তিতে নিহত যুবকের আত্মীয়ের ফোন নম্বর সংগ্রহ করে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়।
ওই যুবকের নাক ও মুখে রক্ত ছিল। আর গলার ডান পাশ ও পেটের দুই পাশে কালো দাগ ও ক্ষত রয়েছে। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তবে কি কারণে এই যুবকের মৃত্যু হয়েছে, কারা হত্যা করেছে এ বিষয়ে কেউ মুখ খুলেন নি। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment