ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, মাদারিপুর ১৮ জুলাই ২০১৮ ইং এএম রিপোর্ট:
স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে এক প্রেমিকার অনশনের খবর পাওয়া গেছে। অন্যদিকে এ ঘটনায় প্রেমিকসহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। গত রোববার (১৫ জুলাই) থেকে অনশন করছেন প্রেমিকা অঞ্জনা মণ্ডল (২২)।
মাদারিপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের আড়ূয়াকান্দি গ্রামের ইউপি সদস্য (মেম্বার) বাবুল মজুমদারের বাড়িতে অনশন করছেন অঞ্জনা।
অঞ্জনা জানান, তাকে স্ত্রীর মর্যাদা না দেয়া পর্যন্ত এখান থেকে তিনি যাবেন না। স্ত্রীর মর্যাদা না দেয়া হলে তিনি আত্মহত্যা করবেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, বাবুল মজুমদারের ছেলে মিহির মজুমদারের (২৫) সঙ্গে একই উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামের ধর্ম মণ্ডলের মেয়ে অঞ্জনা মণ্ডলের (২২) দীর্ঘদিন যাবত পরকীয়ার সম্পর্ক চলে আসছিলো। এরই জেরে পূর্বের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় অঞ্জনার। এরপর গত ২০১৭ সালে ডিসেম্বর মাসে মাদারীপুর জজ কোর্টের মাধ্যমে প্রেমিক মিহির মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অঞ্জনা মণ্ডল।
বিয়ের পর বাড়িতে গেলে স্বামী মিহিরের বাবা-মা এ বিয়ে মেনে না নিয়ে অঞ্জনাকে শারিরিক ও মানসিক নির্যাতন করে তাড়িয়ে দেয়।
পরে এ নিয়ে এলাকাবাসী অনেক সালিশ বৈঠক করেও মিমাংসা করতে না পাড়ায় রোববার বিকালে অঞ্জনা মণ্ডল স্ত্রীর স্বীকৃতির দাবিতে পুনরায় প্রেমিক মিহির মজুমদারের বাড়ি গিয়ে অবস্থান নেয়। এ সময় প্রেমিকসহ প্রেমিক পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment