একুশে মিডিয়া, লক্ষীপুর রিপোর্ট:
লক্ষীপুর বালিকা বিদ্যা নিকেতনের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী কোচিং ফি না দেওয়ায় মারধরের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকসহ অন্য এক শিক্ষককের বিরুদ্ধে। সোমবার (৩০ জুলাই) বিকালে লক্ষীপুর বালিকা বিদ্যানিকেতন এ ঘটনা ঘটে।
এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থী অচেতন হয়ে পড়লে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন তাকে তড়িঘরি করে দ্রুত শিক্ষার্থীর স্বজনদের ডেকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে শিক্ষার্থী জ্ঞান না ফিরলে অভিভাবকরা লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসার পর শিক্ষার্থীর জ্ঞান ফিরে আসে।
শিক্ষার্থী ছোয়ামনী জানান, তাকে বিদ্যালয়ের কোচিং ফি না দেওয়ার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন ও সহকারি প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ মারধর করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন জানান, মারধরের ঘটনাটি সত্য নয়। মারধরের কথা বলে বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত করা হচ্ছে।
লক্ষীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জয়নাল হোসেন জানান, আহত শিক্ষার্থী ছোয়ামনীকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে আগামীকাল মেডিকেল বিশেষঞ্জ চিকিৎসা দেওয়া হবে।
লক্ষীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জয়নাল হোসেন জানান, আহত শিক্ষার্থী ছোয়ামনীকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে আগামীকাল মেডিকেল বিশেষঞ্জ চিকিৎসা দেওয়া হবে।
No comments:
Post a Comment