একুশে মিডিয়া, চট্টগ্রাম বাঁশখালী থেকে ছৈয়দুল আলমের রিপোর্ট:
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে দুই হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ । গতকাল শনিবার দুপুরে পেকুয়া অভ্যন্তরীন সড়কে পুইছড়ির ফুটখালী ব্রীজ এলাকায় ২০০০ পিস ইয়াবা সহ দুই জন গ্রেফতার করা হয় তাদের । তারা হলেন টেকনাফ এলাকার মহেস কালিয়াপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র আনোয়ার ইসলাম(২১)ও মৃত আবদুল হাকিমের পুত্র আবদু রহিম(৪৩) । তাদের বাশঁখালী থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু হচ্ছে বলে বাশঁখালী থানার ওসি সালাহ উদ্দিন জানান । তিনি আরো জানান পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে পেকুয়া অভ্যন্তরীন সড়কে পুইছড়ির ফুটখালী ব্রীজ এলাকায় চেক পোষ্ট বসিয়ে গাড়ী তল্লাশি কালে তাদের আটক এবং তাদের কাছে রক্ষিত ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয় । একুশে মিডিয়া।
No comments:
Post a Comment