‘সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধন হচ্ছে না’ ইসি সচিব: হেলালুদ্দিন-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 July 2018

‘সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধন হচ্ছে না’ ইসি সচিব: হেলালুদ্দিন-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, জাতীয় রিপোর্ট:
আগামী সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কোনো ধরনের সংশোধনী আনা হচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ কথা জানান।
রবিবার (১৫ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় নেতৃত্ব ও নির্বাচন থেকে সরাতে সরকার দলীয় গঠনতন্ত্রের ৭ ধারা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। মূলত, বিএনপিকে সবদিক থেকে বেকায়দায় ফেলতে এ অপতৎপরতা শুরু করেছে সরকার।’
ফখরুল আরও বলেন, ‘বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারার মতো নির্বাচন কমিশন অনুরূপ একটি ধারা চালু করছে বলে বিশ্বস্ত সূত্রে বিএনপি জানতে পেরেছে।’
‘এর উদ্দেশ্য বিএনপির নেতৃত্ব থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে সরানোর পদক্ষেপ নেওয়া। বিএনপি ও খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করে ক্ষমতা দখল করার জন্য এই অপতৎপরতা শুরু করা হয়েছে।’
এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, ‘আরপিও সংশোধনের একটা উদ্যোগ আগে নেয়া হয়েছিল। তবে সেটা এখন আর হচ্ছে না।’
ইসি সূত্র জানায়, আরপিও সংশোধনের জন্য কয়েক মাস আগে নির্বাচন কমিশনার কবিতা খানমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি একটি খসড়া তৈরি করে কমিশনে জমা দিলেও শেষ পর্যন্ত তা গ্রহণযোগ্য হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের আগে হাতে যথেষ্ট সময় না থাকায় ইসি আপাতত আরপিও সংশোধনের চিন্তাভাবনা করছে না।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘আরপিও সংশোধনের জন্য একজন কনসালটেন্টকে নিয়োগ দেয়া হয়েছে। তার কাছে ইসির প্রস্তাবিত আরপিও দেয়া আছে। এ বিষয়ে কোনো অগ্রগতি আমার জানা নেই।’ একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages