একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও রবি। ২৩ তারিখে জন্ম হবার কারনে আপনার উপর বুধের প্রভাব প্রবল।
আপনার শুভ সংখ্যা: ৫,৪,২৩।
শুভ বর্ণ: সবুজ ও কমলা।
শুভ বার ও গ্রহ: রবি ও বুধ।
শুভ রত্ন: রুবী ও পান্না।
চন্দ্রের অবস্থান:
আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ১১শী তিথি, সন্ধা: ৬:৪৪ থেকে ১২শী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল):
আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। ব্যাংকে কর্মরতদের দিনটি ভালো যাবে না। পাওনাদারের তাগাদা পেতে পারেন। মানসিক অস্থিরতায় ভুগবেন। ঔষধ বিক্রেতা ও ক্যামিকেল ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কোনো ঝামেলার আইনি মোকাবেলা করতে হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে):
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে):
আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো অংশিদারের সাথে বিতর্ক হতে পারে। বৈদেশীক বাণিজ্যে আশানুরুপ লাভের সম্ভাবনা নেই। কর্মস্থলে নানা মূখী ঝামেলার সম্মূখীন হবেন। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ প্রবল। অংশিদারী কাজে কোন ঝামেলার সম্মূখীণ হতে হবে।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন):
মিথুন রাশি (২১ মে - ২০ জুন):
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। আজ আপনার অণৈতিক কর্মকান্ড থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। বিদেশ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। কাজের লোকের দ্বারা কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হতে পারে।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই):
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই):
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদ্যার্থীদের পরীক্ষা সংক্রান্ত কোনো ঝামেলায় ভুগতে হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের দিনটি ভালো যাবে। নতুন কাজের সাথে জড়িত হতে পারেন। সৃজনশীল পেশার সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট):
আজ সিংহর জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। সকাল সকাল গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ভাড়াটিয়ারা কোনো প্রকার ঝামেলায় পড়তে পারেন। আজ প্রপারটি ডিলারদের ভালো বেচাকেনার যোগ রয়েছে। যানবাহন লাভের যোগ বলবান।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর):
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ফেসবুক ,টুইটার বা ম্যাসেঞ্জারে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বিকাশ ব্যবসায়ী ও মানিএক্সেঞ্জ ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। ছোট ভাই বোনের চাকরীলাভের যোগ বলবান। সাংবাদিক ও সাহিত্যিকদের কাজের চাপ বৃদ্ধি পাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর):
তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। বৈদেশীক কাজে ভালো সংবাদ পেতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ লাভ হবে না। বাড়ীতে অসুস্থ আত্মীয়র আগমন হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হওয়ার সুযোগ নেই।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর):
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর):
আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। চন্দ্রর প্রভাবে গৃহস্থালী পরিবেশ ও দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। যৌথ ও অংশিদারী কাজে সফল হবেন। অবিবাহিতদের বিয়ে সংক্রান্ত আলোচনায় সাফল্য আসবে। কোনো পার্টনারের সহায়তায় আপনার ব্যবসায়ীক পরিবর্তন হবার সম্ভাবনা।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর):
ধনু রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। ব্যবসা বাণিজ্যে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে। আর্থিক সঙ্কটে পড়তে পারেন। আইনগত জটিলতা থেকে সাবধান হোন। বকেয়া বিল আদায়ের জন্য সকাল বেলাটা অনুকূল। প্রবাসে যাওয়ার প্রচেষ্টা সফল হবে। ট্রাভেল এজেন্টদের ভালো আয় রোজগার হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী):
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী):
মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক বকেয়া আদায়ের জন্য চেষ্টা করুন। বড় ভাই বা বোনের কাছ থেকে কিছু অর্থ লাভের সুযোগ রয়েছে। দিনের শেষ দিকে আড্ডার সুযোগ পাবেন। চাকরীজীবীদের বকেয়া বিল আদায় হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ফেব্রুয়ারী):
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ফেব্রুয়ারী):
কুম্ভ রাশির রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। রাজনৈতিক ও সামাজিক কাজে অগ্রগতি হবে। বেকারদের সাময়ীক কাজের সুযোগ রয়েছে। বিজ্ঞাপণী সংস্থায় কর্মলাভের যোগ বলবান। চাকরীজীবীদের কর্মস্থলে পদোন্নতির যোগ রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ):
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ):
মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ভ্রমনের যোগ বলবান। হজ্ব যাত্রার সুযোগ আসবে। কোনো অতীন্দ্রীয় সাধকের সাক্ষাৎ পেতে পারেন। বিজ্ঞানের শিক্ষার্থীরা বিদেশে উচ্চ শিক্ষার জন্য কোনো পরীক্ষা দিতে পারেন। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো রেজিষ্ট্রেশন সংক্রান্ত কাজে ব্যস্ত হতে পারেন।
একুশে মিডিয়া।
No comments:
Post a Comment