ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, তথ্য-প্রযুক্তি রিপোর্ট:
সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক। এই সামাজিক মাধ্যমটিতে সংযুক্ত রয়েছেন কোটি কোটি মানুষ৷ কিন্তু এখনও অনেকেই এই প্ল্যাটফর্মের বাইরে রয়ে গেছেন৷ আর তাদেরকে যুক্ত করতেই, নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইট নিয়ে আনতে যাচ্ছে ফেসবুক।
ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন এমনটাই। তিনি জানান, নেক্সট্ জেনারেশনের ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচারে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই স্যাটেলাইট টেকনোলজি৷ প্রত্যন্ত এলাকায় যেখানে ইন্টারনেট পৌঁছতে পারে না সেখানেও এবার সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে৷
শুধুমাত্র ফেসবুকই নয়, এলন মাস্কের স্পেসএক্স এবং ওয়ানওয়েব-ও নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইট তৈরির লক্ষ্যে রয়েছে৷ ওয়ার্য়াডে প্রকাশিত খবর অনুযায়ী, ফেসবুক তাদের আথেনা প্রোজেক্ট বাস্তবায়িত করতে চলেছে৷ একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment