একুশে মিডিয়া, প্রবাসী রিপোর্ট:
সৌদি আরবের রিয়াদে মোহাম্মদ শহিদুল্লাহ নামের ৪৭ বছরের এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মোহাম্মদ শহিদুল্লাহ প্রায় ১৮ বছর যাবৎ রিয়াদ প্রবাসী এবং গাড়ি চলাতেন।
তার নিকট আত্মীয়রা জানান, গত বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি শহিদুল্লাহ, শুক্রবার (২৭ জুলাই) পুলিশ মারফত খবর পেয়ে তার নিকট আত্মীয় ও বন্ধুরা রিয়াদের সমোচি হাসপাতালে ছুটে যান এবং তার লাশ শনাক্ত করেন।
তার বন্ধু আমির হোসেন জানান, পুলিশ বলেছেন, তার লাশ রিয়াদ ৫ নম্বর রোড এলাকায় পাওয়া গেছে, লাশের ময়নাতদন্ত ও ঐ এলাকার সি সি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে রহস্য জনক মৃত্যুর জট খোলার চেষ্টা চলাচ্ছেন।
তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন বড় হাতিয়া তিন পথের মাথা এলাকার দাবার বাপের বাড়ির মোহাম্মদ এয়াকুব (জুনুর) এর পুত্র।
দেশে মোহাম্মদ শহিদুল্লাহর স্ত্রী ও এক ছেলে এবং তিনটি কন্যা সন্তান রয়েছে। একুশে মিডিয়া।:
No comments:
Post a Comment