ফাইল ফটো |
একুশে মিডিয়া ডেস্ক:
পাবনা সদর উপজেলার চর রাধাকান্তপুর গ্রামের পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু মারা গেছে। তারা হলো- জিম (০৯) ও তার চাচাতো বোন আঁখি(১০)।পাবনা সদর থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকেলে জিম ও আঁখি বাড়ির পাশের পদ্মা নদীতে নামলে হঠাৎ পিছলে তলিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের দল রাত ৯টা পর্যন্ত খুঁজে জিমের মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত আঁখির সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল শনিবার সকালে আবার উদ্ধার কাজ চলবে।নিহত জিম সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর রাধাকান্তপুর গ্রামের আমিরুল ইসলামের মেয়ে এবং আঁখি আলম মন্ডলের মেয়ে।একুশে মিডিয়া।
No comments:
Post a Comment