ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
ইন্দোনেশিয়ায় শক্তিশালী এক ভূমিকম্পে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
রোববার (২৯ জুলাই) সকালে লোম্বক দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪৭ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা ছিল সাত কিলোমিটার।
ইউএসজিএস জানিয়েছে, লোম্বকের মূল শহর মাতারাম থেকে ৫০ কিলোমিটার উত্তরপূর্বে এই ভূমিকম্পটি আঘাত হানে। যা দ্বীপের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মূল পর্যটক স্পটের চেয়ে অনেক দূরে।
ভূমিকম্পের কেন্দ্রের নিকটবর্তী উত্তর লোম্বকের একজন বাসিন্দা জুলকিফলি বলেছেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং আমার বাড়ির সবাই আতঙ্কিত হয়ে গিয়েছিল।
ভূমিকম্পের পর ভূমিধস হওয়ার আশঙ্কায় মাউন্ট রিনজানিতে হাইকিং সাময়িকভাবে বন্ধ রেখে দ্বীপটি কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়া তথাকথিত রিং অব ফায়ারে অবস্থিত। তাই এই অঞ্চলে প্রায়ই কম্পন অনুভূত হয়। একুশে মিডিয়া।”””
No comments:
Post a Comment