কোটি টাকা পুরস্কার পেলেন, জানেন না চঞ্চল-খুশি!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 July 2018

কোটি টাকা পুরস্কার পেলেন, জানেন না চঞ্চল-খুশি!-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত
‘একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
পুলিশ প্রোগ্রামে মাত্র একটি অভিনয় করে ১ কোটি টাকা পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি।’- ইউটিউবে এমন ক্যাপশন পড়ার পর যে কারোরই আগ্রহ তৈরি হতে পারে লিংকটিতে ক্লিক করার জন্য। কিন্তু এই ক্যাপশন কতোটা সত্য?
সোশ্যাল মিডিয়ায় নানাভাবেই তারকাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এবার এমন ক্যাপশন দেখে নিজেই অবাক হলেন অভিনেত্রী শাহনাজ খুশি। চঞ্চল-খুশি অভিনীত একটি নাটকের কিছু অংশ দিয়ে লেখা হয়েছে এমন ক্যাপশন। ইউটিউব থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন খুশি। 
অভিনেত্রী শাহনাজ খুশি বলেন, ‘এক কোটি টাকা দেখতে কেমন? ইউটিউবের সংবাদ প্রদানকারীগণ একটু বলবেন? নিউজটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করলাম এই জন্য যে, এই প্রোগ্রামগুলো একবার নয়, অসংখ্যবার করেছি, সে আয়োজনের সঙ্গে যুক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই আমার এবং চঞ্চলের সঙ্গে ফেসবুকে আছেন। তারা একটু জানুক আমরা কতটা কু-প্রচারের শিকার।’
গুণী এই অভিনেত্রী আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশের প্রতি অসীম শ্রদ্ধা থেকেই এই অনুষ্ঠানগুলোতে অংশ নিতে যাই। বগুড়া, নওগাঁসহ অনেক অনুষ্ঠানে একাধিকবার অংশ নিয়েছি। শুধুই তাদের শ্রদ্ধা, ভালোবাসা গায়ে মেখে ফিরে এসেছি।’
পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে শাহনাজ খুশি বলেন, ‘পুলিশ ভাইদের বলছি, সরকারের দৃষ্টিগোচর করেন, এমন মুখোরচক মিথ্যাচারগুলো।’
বিষয়টি নিয়ে রোববার বিকেলে ‘একুশে মিডয়া’কে শাহনাজ খুশি বলেন, ‘নিজের গাড়ী নিয়ে গিয়ে দুই দিন সময় দিয়ে অনুষ্ঠানে অংশ নিই। অথচ কেমন বিব্রতকর অবস্থা তৈরি হয় অনলাইন দুনিয়ায়। এসব কারা করেন? তাদের কী আর কোনো কাজ নাই?’
অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘যারা এসব মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের শাস্তি হওয়া উচিৎ। অতীতেও এমন অনেক মিথ্যা এভাবে প্রচার করা হয়েছে। এই মিথ্যাচারের শাস্তি দাবি করছি। যথাযোগ্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’ একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages