ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
নানা জটিলতার পর শুক্রবার (২৭ জুলাই) সারা দেশে মুক্তি পেয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’। ছবিটি মুক্তির পর প্রতিটা হল ছিল হাউজ ফুল। ঢাকায় বৃষ্টি থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে হলে গিয়ে সুপারস্টার শাকিব খানে সিনেমা দেখেছে তার ভক্তরা।
ছবিটি মুক্তির পর বিভিন্ন হল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের পর তাদের কোন একটি ছবি এমন হাউজ ফুল যাচ্ছে। প্রতিটি শো-ই হাউজ ফুল। অনেকে একবার না দুই-তিন বার করে এসে ছবিটি দেখছে। এ যেন আরও এক ঈদের আমেজ।
সরজমিনে গিয়ে দেখা গেছে অনেকেই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। আবার অনেকেই তাদের প্রিয় নায়কের ছবিটি দেখার জন্য ব্ল্যাকে ডাবল দামে টিকিট কেটে দেখেছেন। মধুমিতা হলে সিনেমা দেখতে আসা দর্শকরা ১৫০ টাকার টিকেট ৩০০ টাকা আর ১০০ টাকার টিকেট ২০০ টাকায় কিনছেন। কিছুতেই যেন তাদের বিরক্তি নেই।
এদিকে, ছবিটি মুক্তির পর শাকিব খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘দর্শক ভালো ছবি দেখতে চায়। আর ভালো চলচ্চিত্রের জন্য কোনো উৎসব লাগে না। বরং একটি ভালো ছবি নিজেই উৎসব তৈরি করে। আমি দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা এই বৃষ্টি উপেক্ষা করে সিনেমা হলে আসছেন এবং ছবি দেখছেন।’
জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’ প্রযোজনা করেছে এসকে মুভিজ। আমদানি চুক্তিতে বাংলাদেশে ছবিটি মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স।
ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী, রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি।
প্রসঙ্গত, গত ঈদুল ফিতরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেয়ার কথা থাকলেও উৎসবে বাংলাদেশে বিদেশি সিনেমা মুক্তি দেয়ায় নিষেধাজ্ঞা জারি করে আদালত। যার কারণে গত ঈদুল ফিতরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিতে পারেনি সিনেমা সংশ্লিষ্টরা। এরপর গত ২০ জুলাই বাংলাদেশে সিনেমাটি মুক্তির ঘোষণা দেয়। কিন্তু, সেই তারিখেও মুক্তি দেয়া হয়নি ছবিটি। শেষ পর্যন্ত নানা জটিলতার পর শুক্রবার (২৭ জুলাই) সারা দেশে মুক্তি পেয়েছে ‘ভাইজান এলো রে’ সিনেমাটি। একুশে মিডিয়া।”””
No comments:
Post a Comment