একুশে মিডিয়া , মুন্সীগঞ্জ রিপোর্ট:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাশুরগাঁও এলাকায় দুই বাসযাত্রীর কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ। রবিবার (২৯ জুলাই) দুপুর ১ টার দিকে মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় মাওয়াগামী একটি বাসে তল্লাশি চালালে দুই ব্যবসায়ীর কাছ থেকে সমুদয় মালামাল উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল আলম একুশে মিডিয়াকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারী চাঁদনী আক্তার (২৫) ও পলাস সরদার (২০) কে চ্যালেঞ্জ করি। পরবর্তীতে তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উভয় ব্যবসায়ী বেদে সম্প্রদায়ের। তারা লৌহজং উপজেলার বেদে পল্লীতে বসবাস করে। গ্রেফতারকৃত চাঁদনী ও পলাশ সরদার দীর্ঘদিন ধরে লৌহজং উপজেলার বেদে পল্লীতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্ততি চলছে। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment