একুশে মিডিয়া, জাতীয় রিপোর্ট:
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘অপরাধী খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন হবেনা- এই উক্তির মধ্য দিয়ে রাজনীতি ও গণতন্ত্রের সাথে বিএনপি বে’আদবি ও ঠাট্টা করেছে এবং ধৃষ্টতা ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।’
‘একথার মধ্য দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও চক্রান্তের কালো বেড়ালটাও তাদের থলে থেকে বেরিয়ে এসেছে’, উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের পিঠে ছোবল হানার সুযোগ আর কাউকে দেয়া হবে না’।
তথ্যমন্ত্রী আজ দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন কর্মসূচির সহায়তায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ আয়োজিত ‘অনলাইন কোর্স অন জার্নালিজম’ এর শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সারাদেশের চারশত প্রশিক্ষিত সাংবাদিকদের উদ্দেশ্যে ইনু বলেন, গণমাধ্যমের সামনে চার চ্যালেঞ্জ। ‘গণামাধ্যমকে হলুদ সাংবাদিকতা, উস্কানি ও গুজব থেকে মুক্ত রাখা, সমাজকে মাদকমুক্ত রাখা এবং রাজনীতি ও সাইবারজগতকে অপরাধীমুক্ত রাখার কাজে সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে।’
পিআইবি পরিচালনা পর্ষদ সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক মফিজ উদ্দিন, এটুআই প্রকল্প পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment