থাই গুহা থেকে সবাই উদ্ধার-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 10 July 2018

থাই গুহা থেকে সবাই উদ্ধার-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, আন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডের গুহায় আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছে থাইল্যান্ডের নেভি সিলের টিম। খবর বিবিসির।
ফেসবুকে এক পোস্টে নেভি সিল জানিয়েছে, ১২ ওয়াইল্ড বোরস ও তাদের কোচকে গুহা থেকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন।
আজ তৃতীয় দিনের উদ্ধার অভিযানের শেষ অংশে একজন ডাক্তারসহ চারজন ডুবুরি অংশ নেয়। সেখানে তারা চারজন কিশোর ও কোচের সঙ্গে অবস্থান করছিলেন। তারা আটকা পড়া শেষজনকে উদ্ধার না করা পর্যন্ত গুহার ভেতরেই ছিলেন এবং এখন তাদের বেরিয়ে আসার অপেক্ষায় আছেন সবাই। তারপরই অভিযানটি সম্পূর্ণ সমাপ্ত হবে।
থাই নেভি ফেসবুকে জানিয়েছে, তারা ওই চার ডুবুরি ফিরে আসার জন্য অপেক্ষা করছে।
এর আগে গুহার ভেতর আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে রোববার থেকে দেশ-বিদেশির প্রায় ৯০ জন উদ্ধারকারী অভিযান শুরু করে।
অভিযানের প্রথমদিন রোববার চারজন কিশোরকে বের করে আনতে সক্ষম হয় উদ্ধারকারীরা। গতকাল সোমবারও চারজনকে বের করে আনা হয়। আর আজ অভিযানের তৃতীয়দিনে বাকি চার ফুটবলারসহ কোচকে বের করে আনা হয়। এরমধ্যে দিয়ে রুদ্ধশ্বাস এক অভিযানের সমাপ্তি ঘটলো।
ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের উদ্ধারকারী ও বিশেষজ্ঞরা এই অভিযানে অংশ নেন। দক্ষ ডুবুরিরা আটকে পড়া কিশোরদের ডুবে যাওয়া সুড়ঙ্গের পানির ভেতর দিয়ে পথ দেখিয়ে গুহার প্রবেশ মুখে নিয়ে আসেন।
প্রত্যেক কিশোরকে পুরো মুখ ঢাকা অক্সিজেন মুখোশ পরতে হয়। প্রতিজনের সামনে এবং পেছনে দুজন ডুবুরি ছিল গাইড হিসেবে। এরা তাদের এয়ার সিলিন্ডারও বহন করেন।
গুহার যে জায়গায় এই ছেলেরা আটকে পড়ে, সেখানে যাওয়া এবং সেখান থেকে আবার গুহামুখ পর্যন্ত ফিরে আসতে সবচেয়ে অভিজ্ঞ ডুবুরিরও প্রায় এগারো ঘণ্টা সময় লেগেছে।
উল্লেখ্য, গেলো ২৩ জুন ১২ ফুটবলার ও তাদের কোচ ওই গুহায় প্রবেশ করার পর ভারী বর্ষণের কারণে আর বের হতে পারেনি। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages