বজরঙ্গি ভাইজানের মুন্নির মা এখন দেখতে কেমন? (ছবিতে দেখুন)-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 27 July 2018

বজরঙ্গি ভাইজানের মুন্নির মা এখন দেখতে কেমন? (ছবিতে দেখুন)-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
বলিউডের ব্লকবাস্টার ছবি ‘বজরঙ্গি ভাইজান’। ভারত ও বিশ্বব্যাপী বক্স অফিসেও রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করে এই ছবি। সেই ছবিতে মুন্নির মা ওরফে হরশালি মালহোত্রর মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন মেহর ভিজ।
মেহের ভিজ বজরঙ্গি ভাইজান ছাড়াও ছায়া (২০০৩), ‘দিল ভিল পেয়ার ভেয়ার’ (২০১৪) মতো বেশ কিছু ছবিতেও কাজ করেছিলেন। বেশ কয়েকটি টিভি সিরিয়ালেও দেখা গিয়েছে মেহরকে।
২০১৭ সালে ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় পার্শ্বচরিত্রের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পান তিনি। এ ছাড়াও ইন্ডিয়া আইআইএফএ, বলিউড ফিলম জার্নালিস্ট এর মতো বেশ কিছু পুরস্কার জিতেছেন তিনি। এখন তাঁর একের পর এক ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এখন মেহরের বয়স ৩২ বছর। ইনস্টাগ্রামেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফলোয়ারের সংখ্যা। মেহরের বেশ কিছু ছবি নিয়ে আমাদের আজকের আয়োজন। দেখুন ছবিতে-
ছবি-১

ছবি-২

ছবি-৩

ছবি-৪

ছবি-৫

ছবি-৬

ছবি-৭

ছবি-৮

ছবি-৯

ছবি-১০
একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages