একুশে মিডিয়া:
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও তদন্ত কমিটি ভুল চিকিথসায় কন্যা হারানো শোকাহত সাংবাদিক বন্ধু রুবেল খানের বাসায় যান।
আজ রবিবার সকালে মেয়র ও তদন্ত কমিটি প্রধানসহ অন্যান্য সদস্যরা তার বাসায় গিয়ে তাকে সমবেদনা জানান ও নিরপেক্ষ বিচারের আশ্বাস দেন।
মেয়র ও তদন্ত কমিটি পুরো ঘটনার বিবরণ শুনে আবেগ আপ্লূত হয়ে পড়েন।রাইফার ভুল চিকিথসার বিবরন শুনে উপস্থিত সকলেই বাকরুদ্ধ হয়ে চোখ পানিতে ছল ছল করে উটে!
এসময়সিটি মেয়র নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের উচিত শাস্তি দেয়া হবে বলে জানান।
এসময়সিটি মেয়র নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের উচিত শাস্তি দেয়া হবে বলে জানান।
এদিকে এ ঘটনা চট্টগ্রামসহ সারাদেশে শোকের ছায়া ফেলেছে। তাই, আজ সকলের প্রশ্ন সাংবাদিক বন্ধু রুবেল কি কন্যা হত্যার বিচার পাবে?
No comments:
Post a Comment