একুশে মিডিয়া রিপোর্ট:
আগামীতে আবার ক্ষমতায় গেলে আওয়ামী লীগ-আওয়ামী লীগকে খাবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লায় দলীয় কার্যালয় উদ্বোধন ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লায় দলীয় কার্যালয় উদ্বোধন ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, যে আওয়ামী লীগের নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেই আওয়ামী লীগ এখন নেই। মওলানা ভাসানী, শামছুল হক ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর নেই।
তিনি বলেন, যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধাদের কর্তন করেছে গণবাহিনী। আর সেই গণবাহিনীর নেতা আজ মন্ত্রিসভার সদস্য হাসানুল হক ইনু। শেখ হাসিনা কিছু দুষ্ট লোকের হাতে বন্দি। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে তাদের খুঁজে পাওয়া যাবে না।
কাদের সিদ্দিকী বলেন, কালিহাতী সাতুটিয়া স্কুল ভবনের টেন্ডার নেয় আওয়ামী লীগ, মারামারি করে আওয়ামী লীগ, হরতালও দেয় আওয়ামী লীগ। আবার ক্ষমতায় এলে আওয়ামী লীগ-আওয়ামী লীগরে খাবে। কাদের সিদ্দিকী আর গামছা একই কথা। একসময়ে এই গামছার মূল্য ছিল না। ভবিষ্যতে এই গামছাই মানুষের অধিকার আদায়ের হাতিয়ারের প্রতীক হবে।
সভায় উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু প্রমুখ। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment