১৫ বছর ধরে খুঁজছেন হারানো মাকে-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 27 July 2018

১৫ বছর ধরে খুঁজছেন হারানো মাকে-একুশে মিডিয়া

একুশে মিডিয়া ডেস্ক:
১৫ বছর ধরে মাকে খুঁজছেন এক মেয়ে। মানসিক ভাবে বিপর্যস্ত মাকে যখন পুলিশ নিয়ে যায় তখন মেয়ে কাজল বয়স মাত্র ১২। ভারতের কলকাতায় ঘটেছে এই ঘটনা। হারিয়ে যাওয়ার এত বছর পরও তিনি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন মাকে। আর তার শুধু মায়ের নামটাই মনে আছে গীতা বিশ্বাস, এমন কি তার কাছে নেই কোনো ছবিও ।

মাকে খুঁজতে খুঁজতে কাজল জানতে পারে ২০০৩ সালের ১৬ আগস্ট ৩৫ বছরের এক অজ্ঞাতপরিচয় যুবতীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিমানবন্দরের পুলিশ ভর্তি করেছিল হাসপাতালে। আর তারও মনে আছে মাকে কলকাতা বিমানবন্দরের সামনে থেকেই তুলে নিয়ে গিয়েছিল পুলিশ।

হাসপাতালে এসে কাজল জানতে পারেন তা মা ভর্তি হওয়ার ১০ মাস পর শঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তি তাকে ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু কে এই শঙ্কর মণ্ডল? ছোটবেলায় যখন বিমানবন্দরের চত্বরে থাকতো কাজল তখন সেখানকার এক মন্দিরে শঙ্কর মণ্ডল নামে এক জন কাজ করতেন। কিন্তু তিনি কেন কাজলের মাকে ছাড়িয়ে নিয়ে যাবেন? তখন হাসপাতাল থেকে কাজলকে জানানো হয় পুরনো নথি থেকে আর কিছু খুঁজে পেলে জানানো হবে তাকে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages