বান্ধবীর বাল্যবিয়ে ঠেকাতে কোনও উপায় না পেয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন দশম শ্রেণির তিন ছাত্রী। থানায় গিয়ে তারা এই ব্যাপারে পুলিশের সাহায্য চান। পারিবারিক ও সামাজিক অবস্থার কথা বিবেচনা করে ব্যাপারটি গোপন রাখতে পুলিশকে প্রতিজ্ঞাবদ্ধ করান তারা। তাদেরকে দেয়া প্রতিজ্ঞা রেখে বিয়েটি ভেঙে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার মৌলভীবাজারে এই ঘটনা ঘটে। বাল্যবিয়ে ঠেকানো এই তিন কিশোরী মৌলভীবাজার সদর থানার মোস্তফাপুর ইউনিয়নের শাহ হেলাল স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আর তারা দ্বারস্থ হন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদের।
এই বিষয়ে সোহেল আহমদ বলেন, আমি তাদেরকে কথা দিয়েছি যে কারও নাম-ঠিকানা প্রকাশ করব না। তারা দশম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার তাদের এক বান্ধীর বয়স ১৮ হওয়ার আগেই তাকে বিয়ে দেয়া হচ্ছে শুনে তারা উদগ্রীব হয়ে পড়েন। বিয়ে ঠেকাতে তারা হাজির হন থানায়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বাল্যবিয়ে ঠেকাতে পেরেছি। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment