ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
প্রায় সাত বছর পর একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ও হালের উঠতি নায়িকা তানিন সুবহা। সেই বিজ্ঞাপন চিত্রের কাজে রাজধানীর প্রিয়াংকা শুটিং বাড়িতে হাজির হয়েছিলেন তারা। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সৌমিত্র ঘোষ ইমন। খুব শীঘ্রই বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে বিজ্ঞাপনটি।
ফজলুর রহমান বাবু বলেন, ‘এর আগে তানিনের সাথে কাজ করেছি। সেটা আবার তানিনই আমাকে মনে করে দিয়েছে। আসলে বয়স হয়েছে তো তাই অনেক কিছু ভুলতে বসেছি। মনে রাখাটা কেন যেন কঠিন হয়ে যাচ্ছে। তানিন খুব ভালো একটা মেয়ে ও যেন ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারে এ জন্য আমার দোয়া থাকবে।’
তানিন সুবহা বলেন, ‘বাবু ভাইয়ের সাথে প্রায় সাত বছর আগে একটি কাজ করেছিলাম। তখন আমি মিডিয়ায় নতুন। অসম্ভব একজন ভালো মানুষ। নতুন হিসেবে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। শিল্পীদের মধ্যে বাবু ভাই একজন ব্রান্ড। বাবু ভাইয়ের সাথে কাজ করতে পারা আনন্দের ব্যাপার।’
সনিক প্রাইম গ্রুপের সনিক সরিষার তেলের বিজ্ঞাপনটিতে ফজলুর রহমান বাবু ও তানিন সুবাহ ছাড়াও আরও অভিনয় করেছেন রেশমা, মিতুল ও মুকুল। আগামী মাসের পাঁচ তারিখ থেকে বিভিন্ন টেলিভিশনে বিজ্ঞাপনটি প্রচারিত হবে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment