দাম্পত্য জীবনে বহুদিন ধরেই স্বামী মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে টানাপোড়েন চলছে ‘রং নাম্বার’ খ্যাত এক সময়ের ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীর। সম্প্রতি ডিভোর্সের নোটিশ পেয়ে বেশ হতাশ এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তিনি। সেখানে থাকতেই বগুড়ায় তার বাবার বাসায় ডিভোর্সের নোটিশ পাঠানো হয়। এরপর ২৫ জুন দেশে ফেরেন তিনি। এদিকে ২৬ জুন রাজধানীর খিলগাঁও থানায় স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেছেন শ্রাবন্তী।
সাংবাদিকদের উদ্দেশ্যে শ্রাবন্তী বলেন, ‘সাংবাদিক ভাই ও বোনেরা কেউ ভুল নিউজ করবেন না। পারলে আমার সংসারটাকে রক্ষা করতে সাহায্য করুন। আমার সাথে আর আমার বাচ্চাদের সাথে অন্যায় করা হচ্ছে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই, কারণ তিনিও একজন নারী, তিনিও একজন মা।
শ্রাবন্তীর সঙ্গে ২০১০ সালের ২৯ অক্টোবর বিয়ে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলমের। তাদের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে রাবিয়াহ আলমের বয়স ৭ আর ছোট মেয়ে আরিশা আলমের সাড়ে ৩ বছর।
No comments:
Post a Comment