ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
সাইফ আলি খান ও করিনা কাপুর খান বি-টাউনের অন্যতম আলোচিত জুটি। তার উপর এই পরিবারে ছোট্ট নবাব তৈমুর আসার পর থেকে আরও বেশি করে আলোচনায় উঠে এসেছেন সাইফ-করিনা জুটি। মাত্র দেড় বছর বয়সেই তৈমুরের বিপুল জনপ্রিয়তার কথা সবারই জানা। মা, বাবার জনপ্রিয়তাকেও যেন ছাপিয়ে গেছে সে।
সম্প্রতি নেটফ্লিক্সের বিতর্কিত সিরিজ ‘সেক্রেড গেমস’ দিয়ে পর্দায় ফিরেছেন সাইফ আলী খান। ব্যস্ত সময় কাটাচ্ছেন আরও একটি সিনেমায় কাজ নিয়ে। আর সেই চরিত্রের জন্য তাকে বড় করতে হচ্ছে দাড়ি। আর এ দাড়ি বড় করা নিয়েই বিপাকে পড়েছেন বলিউডের এই অভিনেতা।
শোনা যাচ্ছে, ছোট নবাব সাইফের গালে নাকি আজকাল চুমু খাচ্ছে না ছোট্ট তৈমুর, একইভাবে ছেলের পথে হাটছেন মা কারিনাও। তিনিও নাকি সইফকে চুমু খাচ্ছেন না! কী এমন ঘটেছে যে সাইফকে এড়িয়ে চলেন তৈমুর ও কারিনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তারই অভিমত ব্যাক্ত করেন সাইফ। তিনি বলেন, তার গালে আজকাল চুমু খাচ্ছে না তৈমুর। ছেলের সঙ্গে তার মা কারিনাও একই পন্থা অবলম্বন করেছেন। তিনিও নাকি সাইফকে চুমু খাচ্ছেন না! সাইফ বলেন,‘দাড়ির কারণে ওরা চুমু দিতে চায় না।’
প্রসঙ্গত, নেটফ্লিক্সের ‘স্যাকরেড গেমস’ ওয়েব সিরিজে সইফের চরিত্রের নাম সারতাজ সিং। ইতিমধ্যেই সারতাজ সিং রূপে সাইফের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এই চরিত্রের প্রয়োজনেই তাকে দাড়ি রাখতে হয়েছে। আর এই দাড়ি রাখার কারণেই এই করুণ অবস্থা ছোট্ট নবাবের।
‘নিউজ ১৮’ কে দেওয়া ওই সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, করিনা দাড়িটাকে বেশ পছন্দই করেছেন, তবে তৈমুর কখনও দাড়ি ধরে টানাটানি করতে থাকছে। চুমু দিতে বললে দিচ্ছে না, তবে হাতি চুমু দিচ্ছে। একই অবস্থা হচ্ছে করিনার ক্ষেত্রেও। যদিও সাইফের এখনই দাড়ি কাটার কোনো সম্ভবনাই নেই। কেননা খুব শীঘ্রই নভদীপ সিংয়ের ছবিতে নাগা সাধুর বেশে এবার বড় পর্দায় ফিরতে দেখা যাবে তাকে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment