ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, ঢাকা ১৮ জুলাই ২০১৮ ইং এএম রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীকে অডিওবার্তার মাধ্যমে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরের দিকে তাকে এই হুমকি দেয়া হয়।
হুমকি পেয়ে নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন প্রক্টর। যার নম্বর ৯৭১।
অভিযোগের কপি থেকে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ১১ মিনিটে সহকারী প্রক্টর লিটন কুমার সাহার মোবাইল ফোনে একটি অডিও বার্তা আসে। সেখানে প্রক্টর গোলাম রব্বানীকে গালাগালি ও হত্যা করার হুমকি দেয়া হয়।
জানা গেছে, যে নম্বর থেকে কল করা হয়েছিল সেটি বাংলাদেশের কোনো মোবাইল ফোন কোম্পানি বা ফিক্সড ফোনের নয়। কলদাতার নম্বর হিসেবে বেশ কিছু শূন্য উঠে লিটন কুমারের ফোনে।
এ ব্যাপারে সহকারী প্রক্টর জানান, ওই বার্তায় অশ্লীল ভাষায় গালাগাল দেয়া হয় প্রক্টরের নামে। এমনকি প্রক্টরকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, হত্যার হুমকি দেয়ায় নিরাপত্তা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সন্ধ্যার দিকে শাহবাগ থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীদেরকে ছাত্রলীগের পিটুনির ঘটনায় বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। আর প্রক্টর গোলাম রব্বানী সমালোচনার মুখে পড়েছেন বেশ কিছু উক্তির কারণে।
গত ৩০ জুন এবং ২ জুলাই আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার পর প্রক্টর জানান, তিনি কী হয়েছে সে বিষয়ে কিছু জানেন না।
আবার গত ১৫ জুলাই নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের পরও প্রক্টরের এক মন্তব্যে সমালোচনা হয়।
সেদিন প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চলছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
আন্দোলনকারীদের সঙ্গে বেশ কয়েকজন শিক্ষকও ছিলেন- এমন প্রশ্নের পর গোলাম রব্বানী বলেন, ‘তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’ একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment