একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
জনগণের সাড়া না পেয়ে সিটি নির্বাচনে দোষারোপের রাজনীতি করছে বিএনপি। নিজেরাই বোমা মেরে মিথ্যাচার করছে। ব্লেইম গেম শুরু করেছে। তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করতে চায়। বললেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ (সোমবার) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আমরা নির্বাচনী পরিবেশও বজায় রেখেছি। বিএনপি নিজেরাই বোমা ফাটালো আর দোষারোপ করল আওয়ামী লীগকে। এ ধরনের খেলা তাদের অভ্যাস। তারা এ নাটকে যথেষ্ট পারদর্শী।
প্রধানমন্ত্রী বলেন তিনি (খালেদা জিয়া) তো জেলখানায় বহাল তবিয়তে আছেন। কেবল আদালতে মামলার তারিখ এলেই দেখি তিনি অসুস্থ হয়ে পড়েন। জেলখানায় খালেদা জিয়া এসি রুম ও মেইড সার্ভেন্টসহ সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন।
তিনি বলেন, এতিমের টাকা মেরে জেলে গেছেন বিএনপি চেয়ারপারসন। আমরা তো তাকে জেলে পাঠাইনি। তার আইনজীবীরা তো কেউ প্রমাণ করতে পারেননি তিনি দুর্নীতি করেনি। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment