খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির সমাবেশ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির সমাবেশ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে দলটি।
শুক্রবার (২০ জুলাই) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জুম্মার নামাজ পরপরই নেতাকর্মীরা আসতে শুরু করেন। খন্ড খন্ড মিছিলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইতোমধ্যে নয়াপল্টনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল সহকারে যোগ দিচ্ছেন। বিক্ষোভ সমাবেশ যেন রূপ নিয়েছে মহাসমাবেশে। স্লোগানে স্লোগানে মুখরিত কার্যালয়ের সম্মুখের সড়ক।
এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। কার্যালয়ের আশপাশে সাঁজোয়া যান ও জলকামান নিয়ে পুলিশের অবস্থান। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages