ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, বিশ্বকাপ ১৭ জুলাই ২০১৮ পিএম রিপোর্ট:
ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ১৯৯৮ সালের পর দ্বিতীয় বারের মত শিরোপা জিতে ফরাসিরা। স্বাভাবিক ভাবেই এমন দিনে জয়ের উল্লাসে মেতে উঠবে গোটা ফ্রান্স।
কিন্তু এই উল্লাস যে এতবড় বিপদ ডেকে আনবে সেটা কে জানতো। উল্লাস করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ফরাসি সমর্থকরা।
আর এ সংঘর্ষের কারণেই ফ্রান্সের দু’জন সমর্থকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তজার্তিক সংবাদ মাধ্যম মিরর।
এদিন ফ্রান্সের জয় দেখতে হাজার মানুষ জড়ো হয় চ্যাম্পস-এলিসি’তে। আইফেল টাওয়ারে জমায়েত হয়েছিলেন প্রায় ৯০ হাজার মানুষ।
চারটি বড় পর্দায় সেখানে খেলা দেখার আয়োজন করা হয়েছিল। কিন্তু জয়ের পর আতশবাজির শহর প্যারিস রুপ নেয় ভয়ঙ্কর ভাবে।
ফ্রান্সের বিভিন্ন জায়গা জুড়েই উদযাপনের মধ্যে এই সংঘর্ষ হয়। এর মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনাটি ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে সংঘর্ষে লিপ্ত হওয়ায় মোট ২৯২ জনকে আটক করেছে পুলিশ।
সমর্থকদের নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ায় কতজন আহত হয়েছে তা অবশ্য বলা নিশ্চিত করা হয়নি।
তবে সংবাদ মাধ্যমটির রিপোর্টে প্রকাশিত ছবি থেকে দেখা যায় রাস্তায় বিভিন্ন বয়সের মানুষ রক্তাক্ত হয়ে পড়ে আছেন। এছাড়া পুলিশের ছোড়া টিয়ার গ্যাসেও অনেকে অসুস্থ হয়ে পড়েন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment