একুশে মিডিয়া, কুমিল্লা রিপোর্ট:
বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কুমিল্লা-চট্টগ্রাম হাইওয়ের ইলিয়টগঞ্জ এলাকায় আবারও ঝড়ে গেল দুই স্কুলছাত্রীর প্রাণ।
মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১টার দিকে কুমিল্লা-চট্টগ্রাম হাইওয়ের ইলিয়টগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
------------------------------------------------------------------
-----------------------------------------------------------------
এ বিষয়ে জানতে চাইলে, চান্দিনা থানার ওসি শামসুল ইসলাম একুশে মিডিয়াকে বলেন, দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়।
প্রসঙ্গত, গত রবিবার বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়।
গুরুতর আহত হয় আরও ক’জন। দুপুর ১টার দিকে উত্তরাগামী জাবালে নূর পরিবহনের একটি বাস মিরপুর ফ্লাইওভার থেকে নেমে অন্য আরেকটি বাসের সাথে পাল্লা দিলে কুর্মিটোলায় এমন দুর্ঘটনা ঘটে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment