জন্মদিনে প্রকাশ পাবে সঞ্জয় দত্তের আত্মজীবনী!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 July 2018

জন্মদিনে প্রকাশ পাবে সঞ্জয় দত্তের আত্মজীবনী!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
সঞ্জয় দত্তের বায়োপিকের পর এবার তাঁর আত্মজীবনী প্রকাশ হতে চলেছে আগামী বছর তাঁর জন্মদিনে। সঞ্জয় দত্ত জানিয়েছেন আত্মজীবনীতে তাঁর জীবনের অজানা আরও বহু তথ্য জানা যাবে। সঞ্জয় দত্ত বলেন, ‘আমি একটা উল্লেখযোগ্য জীবন কাটিয়েছি, পুরোটা চড়াই-উৎরাইতে ভরা, সেখানে সুখ-দুঃখের অবস্থান পাশাপাশি। এমন অনেক চিত্তাকর্ষক ঘটনা আছে যা আমি কোনও দিনও বলার সুযোগ পাইনি। ’
তিনি আরও বলেন, আমার স্মৃতি এবং আবেগ সকলের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি অপেক্ষা করছি। এই বইটা বলিউডের বাইরে সম্ভবত সর্বাধিক, সর্বাধিক ড্রামাটিক এবং একজন তারকার সৎ স্মৃতির বহিঃপ্রকাশ হবে, প্রকাশক হারপারকলিন্স একটা বক্তব্যেতে এই কথা জানিয়েছে। এই বইয়ের নাম এখনও ঠিক করা হয়নি। অভিনেতার আগামী ৬০ তম জন্মদিনে ২৯শে জুলাই ২০১৯ সালে প্রকাশিত হবে।
প্রকাশকরা জানিয়েছেন, তাঁর জীবনের বিভিন্ন ঘটনার ঘাত-প্রতিঘাতে, পাঠকরা অভিনেতার মনের গভীরে প্রবেশ করতে পারবে। এই বছরের শুরুতে, সাংবাদিক-লেখক ইয়াসের উসমান সঞ্জয় দত্তের জীবনী প্রকাশ করেন, যার শিরোনাম সঞ্জয় দত্তঃ দা ক্রেজি আনটোল্ড স্টোরি অফ বলিউড’স ক্রেজি বয়।
বইয়ের কিছু অংশ ভাইরাল হওয়ার পর সঞ্জয় দত্ত সেই বই থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন। তিনি টুইট করেন, আশা করি আরো ভাল বিচারবুদ্ধির উদ্ভব হবে এবং সেখানে এমন কোনও অংশ থাকবে না যা আমাকে এবং আমার পরিবারকে বিচলিত করবে না। আমার আসল আত্মজীবনী খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে যেখানে কোনও অসত্য তথ্য থাকবে না।
সঞ্জয় দত্তের জীবনী অনুসারে তৈরি সিনেমা গত ২৯শে জুন মুক্তি পেয়েছে। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা বক্স অফিসে ইতোমধ্যে ২৬৫ কোটি টাকার বেশি আয় করে ৩০০ কোটির পথে পা বাড়াচ্ছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পর অভিনেতা রণবীর কাপুর সকলের অত্যন্ত প্রশংসা লাভ করেছেন। এনডিটিভি-র রিভিউতে শৈবাল চট্টোপাধ্যায় সঞ্জুকে পাঁচের মধ্যে চারটে স্টার দিয়েছেন। সঞ্জয় দত্তের চরিত্রে তাঁর মতোই নিজেকে কীভাবে রণবীর গড়ে তুলেছেন তার অত্যন্ত প্রশংসা করেছেন তিনি এবং পাশাপাশি পরিচালক রাজকুমার হিরানিও অত্যন্ত প্রশংসিত হয়েছেন। রণবীর ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন পরেশ রাওয়াল, ভিকি কৌশল, মনীষা কৈরালা, সোনম কাপুর, অনুষ্কা শর্মা প্রমুখ।
বর্তমানে সঞ্জয় দত্ত প্রস্থানাম সিনেমার শুটিং করছেন। সেখানে তার সঙ্গে অভিনয় করছেন মনীষা কৈরালা এবং জ্যাকি শ্রফ। দেভা কাট্টা পরিচালিত তেলেগু সিনেমার হিন্দি রিমেক করছে সঞ্জয় দত্তের প্রযোজনা সংস্থা। এছাড়াও আগামী দিনে সঞ্জয় দত্তকে সাহেব, বিবি অউর গ্যাংস্টার ৩, কলঙ্ক, পানিপাত এবং তরবাজ সিনেমায় খুব শীঘ্রই অভিনয় করতে দেখা যাবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages