ছবি : সংগৃহীত |
একুশে মিডিয়া, ভিন্ন দেশের ভিন্ন রিপোর্ট:
বয়স তার ৬৩ কি ৬৫ হবে। তবে এতো বছর বয়সেও পিছিয়ে নেই তিনি। বয়সের ভারে কাবু হননি এতটুকুও। বলছিলাম নয়াদিল্লির বাসিন্দা বান্ধু সিংয়ের কথা। এই বুড়ো বয়সেও একসঙ্গে পাঁচটি প্রেম করছেন তিনি।
হয়তো বয়স দিয়ে যে তারুণ্য মাপা যায়না তার প্রমাণ দিতেই এমন কাজ করছেন বান্ধু। প্রেমের ক্ষেত্রে কোনো ধরণের অবহেলা করেন না এই বৃদ্ধ প্রেমিক! প্রেমিকাদের খুশি রাখতে প্রতিনিয়ত দেন দামি সব উপহার। কিন্তু এতো উপহার নিজের টাকায় কিনেন না বান্ধু সিং। তেমন সামর্থ্যও নেই তার।
আর তাই অন্যের বাড়ি থেকে চুরি করেন এই বৃদ্ধ প্রেমিক। একেবারে সাদামাটা চেহারার এই বান্ধু সিংয়ের মাথার চুলে কলপ। দেখে প্রথমে কেউ তার যে এতো বয়স তা আন্দাজ করতে পারবেনা।
জানা যায়, প্রেমিকাদের খুশি রাখতে কখনো ল্যাপটপ, কখনো স্মার্ট ফোন, কখনো বা ব্র্যান্ডের পোশাক উপহার দিতেন বান্ধু সিং।
দিল্লির যেসব বাড়িতে সিসিটিভি নেই বেছে বেছে সেসব বাড়িতে চুরি করেন এই বৃদ্ধ প্রেমিক। কিন্তু শেষে পর্যন্ত পুলিশের হাতে ধরা খেলেন বান্ধু সিং। ধরা খেয়ে কারাগারে যেতে হয়েছে তাকে।
জগদীশ কুমার নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৬০ হাজার নগদ টাকা ও ল্যাপটপ চুরি হয়। তিনি পুলিশে খবর দিলে পুলিশ বান্ধুকে আটক করে জেরা করলে সব স্বীকার করে বান্ধু। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment