একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩৬ হাজার পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটেলিয়ান (র্যাব)। শনিবার (২৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা পুরাতন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৭ এর কক্সবাজার কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান। আটককৃত মোহাম্মদ ইছমাইল (৩০) উপজেলার রশিদের পাড়া এলাকার মৃত আলী হোছেন প্রকাশ কালু ড্রাইভারের পুত্র।
জানা যায়, ইছমাইল পেশায় একজন তৈলবাহী গাড়ি চালক। তার তৈলবাহী গাড়ি ঢাকা মেট্টো- ন ৭৯৫৯ করে কক্সবাজার থেকে এই ইয়াবা ঢাকায় চালান হচ্ছিল। পথিমধ্যে র্যাব-৭ গোপন সংবাদ পেয়ে লোহাগাড়া সদরের আবছার মেম্বারের পেট্রোল পাম্পের সামনে গাড়িটি আটক করে। র্যাবের টিম তার গাড়িতে তল্লাশী চালিয়ে অগ্নিনির্বাপক যন্ত্রের মধ্যে রাখা প্রায় ৩৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল জলিল একুশে মিডিয়াকে জানান, ‘ইয়াবাসহ একজন আটকের খবর জানতে পেরেছি, অভিযুক্তকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment