একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। নিহত দুই শিক্ষার্থী হলেন- দিয়া আক্তার মিম ও আব্দুল করিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালে নূর পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তারা ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও ৮-১০ জন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে খিলক্ষেত এলাকার র্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। একটি বাসে আগুনও ধরিয়ে দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপির (ট্রাফিক উত্তর) বিমানবন্দর জোনের সহকারী কমিশনার শচীন মৌলিক জানান, জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় র্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কে দুই জন মারা গেছে। আরও ৮-১০ জনের মতো আহতের খবর পেয়েছি। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment