সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 16 July 2018

সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ!-একুশে মিডিয়া

ফাইল ফটো
একুশে মিডিয়া, রাজশাহী ১৭ জুলাই ২০১৮ ইং রিপোর্ট:
রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (১৬ জুলাই) রাত ৯ টার দিকে আড়ানী স্টেশন সংলগ্ন চকরপাড়া নামক রেলক্রসিং-এর কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় সারাদেশের সঙ্গে সকল রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ঈশ্বরদীগামী একটি আন্ত:নগর ট্রেন আড়ানী স্টেশন সংলগ্ন চকরপাড়া রেলক্রসিং-এ আসছিল। বিপরীত দিকে চিলাহাটী থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আসছিল। এ সময় গেটম্যান লাল পতাকা দিয়ে সংকেত দিলে তিতুমীর এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বগি লাইনচ্যুত হয়। তখন গাড়ির ভেতরে থাকা ১০ জন যাত্রী আহত হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে তিতুমীর এক্সপ্রেসের চালক শাহ আলম জানান, বিপরীত দিক থেকে আসা ট্রেনের সংকেত পেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে তা পাই। এ কারণে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে তিতুমীর ট্রেনের পরিচালক আব্দুর রউফ বলেন, রাজশাহী থেকে ঈশ্বরদীগামী ট্রেনের বিষয়ে জানানো হয়েছিল। ঈশ্বরদীগামী ট্রেনটি চারশ’ গজ দুরে থেমেও গেছিল। কিন্তু হঠাৎ করে গেটম্যান লাল পতাকা তুলে ধরলে আমরা ট্রেন থামানোর চেষ্টা করি। কিন্তু তা হঠাৎ করে হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages