একুশে মিডিয়া, ক্রিড়া রিপোর্ট:
ক্রিকেট বিশ্বের দুই আতংকের নাম ক্রিস গেইল আর আন্দ্রে রাসেল। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দলে ডাক পেয়েছেন দুজনই।
জাতীয় দলের হয়ে একদিনের ম্যাচে মাঠা নামা হয়েছে অনেক দিন হয়ে গেছে দুজনেরই। তাই গা গরমের ম্যাচে বাংলাদেশ দলের বিপক্ষ দল ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চেন্সেলর একাদশের হয়ে খেলবেন তারা।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে ‘উইনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ’ এর বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
এর আগে ২০০৯ সালে বাংলাদেশ এই দলের বিপক্ষে ২৫ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলে। ওই ম্যাচে ১৬ রানের জয় পায় বাংলাদেশ।
ভাইস চ্যান্সেলর একাদশ’ এর নেতৃত্বে থাকবেন উইকেট কিপার ব্যাটসম্যান চাডউইক ওয়াল্টন। এই তিনজন ছাড়া আর কোন পরিচিত মুখ নেই এই দলে।
বাংলাদেশ ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি।
ওয়ানডে সিরিজ সূচি
প্রথম ওয়ানডে (গায়ানা)
২২ জুলাই, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
দ্বিতীয় ওয়ানডে (গায়ানা)
২৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১২টা
তৃতীয় ওয়ানডে (সেন্ট কিটস)
২৮ জুলাই, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা।
একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment