বাহারচরা সমুদ্র সৈকত কে পর্যটন স্পট ঘোষণার আবেদনে, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রাঙ্গনে প্রচরণা র‌্যালী সম্পন্ন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 16 July 2018

বাহারচরা সমুদ্র সৈকত কে পর্যটন স্পট ঘোষণার আবেদনে, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রাঙ্গনে প্রচরণা র‌্যালী সম্পন্ন




 একুশে মিডিয়া, চট্টগ্রাম ১৬ জুলাই ২০১৮ ইং রিপোর্ট:
প্রকৃতির অপরুপ সৌন্দয্যের লীলাভূমি বাঁশখালীর অন্যতম পর্যটন স্পট পশ্চিম বাঁশখালী সমুদ্রসৈকত (বাহারছড়া পয়েন্ট) কে পর্যটন মন্ত্রনালয় কর্তৃক স্বীকৃতি ও আর্থিক পৃস্টপোষকতায় অবকাঠামোগত উন্নয়নের নিমিত্তে সরকারের সদয় সুদৃস্টি কামনায়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে প্রচারনা র‍্যালী ১৬ জুলাই বিকাল ৩ টায় চট্টগ্রাম শহরের জামালখান চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়।
37221547_2199274410303441_6823176348563931136_n

সংগঠন এর বাঁশখালী উপজেলা সভাপতি মো: আরিফুর রহমান সুজন এর সভাপতিত্বে অনুস্টিত র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মহাসচিব জনাব মাওলানা আবেদ আলী, বিষেশ অতিথি ছিলেন সংগঠন এর দক্ষিন জেলা সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন,চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী জনাব এস এম আজিজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি আদর্শ সমুদ্রসৈকতে যা যা থাকা দরকার তার সবকিছুই আছে বাঁশখালী সমুদ্রসৈকতে,বালুকাময় সৈকত,লাল কাকড়ার বিছরন,সামুদ্রিক ঢেউ, ঝাউ বাগান সহ সবকিছুর উপস্থিতি আছে এখানে, একটু অবকাঠামোগত উন্নয়ন হলেই সরকার আয় করতে পারবে কোটি টাকার রাজস্ব। এখন দরকার শুধু সরকারের সুদৃস্টি।
37278120_2199275163636699_4270874844456812544_n

বক্তারা আরো বলেন বর্তমান সরকার দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে,১৮ কোটি মানুষের মা জননেত্রী শেখ হাসিনার সুদৃস্টি কামনা করছি আমরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর বাঁশখালী পৌরসভা শাখার সভাপতি সাহাদাত হোসেন, শেখেরখীল শাখার সহ-সভাপতি রিদুয়ান আজিজ, পশ্চিম বাঁশখালী বঙ্গবন্ধু উপকূলীয় উন্নয়ন পরিষদের সভাপতি শাহেদ এমরান, ছাত্রনেতা মহিউদ্দিন মিনার, আজিজ, তসলিম, মাহফুজ, শাহাব উদ্দিন, অনিক, মিজান, সংগঠন এর আলাওল কলেজ শাখা সভাপতি রিপন, সাধারন সম্পাদক বখতেয়ার, শেখেরখীল শাখার মান্নান,চাম্বল শাখার আসিফ, পুইছড়ি শাখার আরাফাত,মনির সহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।





No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages