![](https://www.bd24live.com/bangla/uploads/news/2018/07/f1z6sz_1532955224.jpg)
ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমায় কাজ শুরু করেছেন জনপ্রিয় অভিনেতা সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে থাকার কথা ছিলো প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু হঠাৎই না করে দেন পিসি। আর এ গোটা বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
এতে করে বলিউডজুড়ে বেশ হট্টগোল শুরু হয়েছে। এমনিতেই এটি বড় বাজেটের প্রকল্প, তার ওপর আছেন ‘ভাইজান’ সালমান খান। তাই প্রিয়াঙ্কার সেই শূন্যস্থান পূরণ করবেন কোন নায়িকা, এ নিয়ে অনেকের মনেই এখন দ্বিধা ও সংশয়। একেক সময় শোনা যাচ্ছে একেক রকম নাম। তবে, গতকাল থেকে শোনা যাচ্ছে ক্যাটরিনা কাইফের নাম।
সালমানের বিপরীতে এমন একটি বড় বাজেটের ছবিতে কাজ করার প্রস্তাবটি লোভনীয়ই বটে। বলিউডের প্রথম সারির অনেক নায়িকার নাম তাই গুঞ্জন হয়ে বলিউডে ভেসে বেড়াচ্ছে। দীপিকা থেকে জ্যাকুলিন ফার্নান্দেজ, কারিনা কাপুর আছেন সম্ভাব্য নায়িকার সেই তালিকায়। তবে গতকাল থেকে ক্যাটরিনা কাইফের নাম খুব বেশি উঠে এসেছে নানা আলোচনায়।
সালমানের একটি ঘনিষ্ঠসূত্র থেকে জানা গেছে, ‘ভারত’-এ অভিনয়ের জন্য কারিনাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে রূপালি পর্দায় আরও একবার দেখা যাবে সালমান-কারিনার রসায়ন।
‘দ্য ব্যাং’ ট্যুরের কল্যাণে ক্যাটরিনার সঙ্গে ‘ভাইজান’ সাল্লুর সম্পর্ক এখন বেশ ভালো। তা ছাড়া কিছুদিন আগেই ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিও তো করলেন একসঙ্গে।
অন্যদিকে ভারত ছবির প্রযোজক সাল্লুর বোন আলভিরা অগ্নিহোত্রি ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রির সঙ্গেও ক্যাটরিনার বেশ সুসম্পর্ক। ক্যাটরিনার সঙ্গে প্রযোজকদের সম্পর্ক এতই ভালো যে কোনো অনুষ্ঠানিকতারও নাকি প্রয়োজন নেই। কেবল ক্যাটরিনা কাইফের সঙ্গে মৌখিক কথা বলে শুটিংয়ের তারিখ নিয়ে নিলেই হবে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment