একুশে মিডিয়া ডেক্স:
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০১৮ আজ সংসদে উত্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে বিদ্যুৎ উৎপাদনে দায়মুক্তির সময়সীমা আরো ৩ বছর বৃদ্ধি করে মোট ১১ বছর করার বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিদ্যমান আইনে এ মেয়াদ ৮ বছর রয়েছে। এ ৮ বছরের মেয়াদ আগামী ১১ অক্টোবর শেষ হয়ে যাবে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য এ সময়সীমা আরো ৩ বছর অর্থাৎ ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করতে উত্থাপিত বিলে বিধান করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। সূত্র: বাসস।
No comments:
Post a Comment