একুশে মিডিয়া, চট্টগ্রাম, ১৭ জুলাই ২০১৮ ইং পিএম রিপোর্ট:
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৯ (ইউনিফিল) এ যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহনীর ৮০ সদস্যের দ্বিতীয় গ্রুপ চট্টগ্রাম ত্যাগ করেছে।
সোমবার (১৬জুলাই) মধ্যরাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌসদস্যগণ লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ ’বিজয়’ এ যোগদান করবেন। চট্টগ্রাম ত্যাগের সময় কমান্ডার চীফ স্টাফ অফিসার টু চট্টগ্রাম নৌঅঞ্চল ক্যাপ্টেন এম আবদুস সামাদ লেবাননগামী নৌসদস্যদের বিদায় জানান।
এসময় নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও লেবাননগামী নৌসদস্যদের পরিবারবর্গের সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগে গত ০৮ জুলাই ৩০ জন নৌসদস্যের প্রথম গ্রুপটি লেবাননে গমন । একুশে মিডিয়া।
No comments:
Post a Comment