একুশে মিডিয়া ডেক্স:
ফরিদপুরের মধুখালীতে এক বাড়ি থেকে ১৩ টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১০ টায় মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রামের শাহ মোঃ মুক্তার হোসেন মোল্লার ছেলে শাহ মোঃ আবুল হোসেন মোল্লার বাড়ির থাকার ঘরের গর্ত থেকে এ সাপের বাচ্চা বের করা হয়।
জানা যায়, মঙ্গলবার বৃষ্টির মধ্যে তাদের ঘর থেকে ২ টি সাপ বের হতে দেখলে তা মেরে ফেলে। পরে কামালদিয়া ইউনিয়নের কয়েশদী গ্রামের সাপুরে মোঃ সেকেন সরদারকে খবর দিলে বুধবারে তিনি মাটি খুঁড়ে ১৩ টি সাপের বাচ্চা ও ১৮ টি ডিমের খোসা উদ্ধার করে। তবে, মা সাপটি উদ্ধার করতে না পারায় আশেপাঁশের সকলের মনে ভয় বিরাজ করছে। সূত্র: বিডি২৪লাইভ।
No comments:
Post a Comment