একুশে মিডিয়া ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতীর উপজেলা আওয়ীমী লীগ নেতা আমিনসহ দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুলাই) সকালে উপজেলার সাতুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে বেলা ১১টা থেকে শুরু করে প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সম্প্রতি কয়েকজন ব্যক্তি উপজেলার সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরোনো ঘর নিলামে ক্রয় করেন। তারা গত বুধবার সেই ঘরটি ভাঙতে গেলে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলামসহ কয়েকজন তাদের বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে নিলাম পাওয়া পক্ষের লোকজন আমিনুল ইসলাম আমিনসহ রাসেল নামে আরেক জনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন,‘সম্প্রতি সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘর নিলামকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এতে দুই জন আহত হয়েছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment