একুশে মিডিয়া:
কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞার মেয়াদ এখনো চার মাসই পেরোয়নি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে হলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে অপেক্ষা করতে হবে প্রায় আট মাসের বেশি সময়।
অবশ্য শাস্তির মেয়াদ চার মাস না যেতেই ফের অধিনায়কত্ব পাচ্ছেন বাঁহাতি এই ওপেনার। তবে সেটা অজিদের জাতীয় দলে নয়, কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল উইনিপেগ হকসের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।
নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নার-ক্যামেরন ব্যানক্রফটদের কেউই ক্রিকেটে ফিরতে পারছেন না। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও তারা পাচ্ছেন না অধিনায়কত্ব। কারণ নেতৃত্ব থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আজীবনের জন্য।
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও আঞ্চলিক ম্যাচ খেলার জন্য অনুমতি পেয়ে গেছেন স্মিথ-ওয়ার্নাররা। নিজেদের ফিটনেস ধরে রাখতে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ হাতছাড়া করেননি তারা।
ওয়ার্নারের দল উইনিপেগ হকসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ডোয়াইন ব্রাভো। অবশ্য শেষ মূহূর্তে নাম প্রত্যাহার করে নেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। ব্রাভোর এই সিদ্ধান্তে কপাল খুলেছে ওয়ার্নারের। এ ছাড়া ওয়ার্নারের দলে ব্রাভোর স্থলাভিষিক্ত হয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
No comments:
Post a Comment