একুশে মিডিয়া, স্পোর্টস রিপোর্ট:
গত বিশ্বকাপ ফুটবলে নজর কারা ফর্ম দিয়ে আলোচনায় আসেন চেলসি এবং বেলজিয়ামের মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। সেই এডেন হ্যাজার্ড নিজেই জানিয়ে দিয়েছেন নতুন সিজনে তিনি ক্লাব পরিবর্তন করতে চান।
তাকে কেনার বেশ সম্ভাবনা রিয়ালের থাকলেও এবার তাকে দলে ভেড়াতে চাচ্ছে বার্সেলোনা। এমনটাই জানিয়েছে ব্রিটিশ পত্রিক দ্যি সান। সান এর মতে বার্সা এই সামারে ইডেন হ্যাজার্ড কে দলে ভেড়াতে চায় উসমান ডেম্বেলের বিনিময়ে। বার্সা ডেম্বেলে কে চেলসিতে দিয়ে ইডেন হ্যাজার্ড কে দলে আনতে চায়। অপরদিকে রিয়াল মাদ্রিদ নিজেদের অ্যাকাউন্টের হ্যাজার্ডের জন্য ১৫০ মিলিয়ন রেডি রাখছে।
তবে এটা জানার জন্য অপেক্ষা করতে হবে এই ট্রান্সফারের উইন্ডো পর্যন্ত। বার্সা কিংবা রিয়াল এক ক্লাবি আসবেন হ্যাজার্ড যেহুতু তিনি বলে দিয়েছেন আগের ক্লাবে থাকার কোন ইচ্ছে তার নেই। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment