যশোর জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 July 2018

যশোর জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা-একুশে মিডিয়া

ছবি: প্রতিনিধি
একুশে মিডিয়া, যশোর রিপোর্ট:
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের সুপারিশক্রমে শরিফুল ইসলাম সরু চৌধুরীকে সভাপতি এবং অ্যাডভোকেট জহুরুল হক জহিরকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ১১১ সদস্য বিশিষ্ট যশোর জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এ্যাডভোকেট অকিলউদ্দিন (বেজপাড়া), মুফতি ফিরোজ শাহ (চৌগাছা), এ্যাড. আব্দুল মজিদ (কেশবপুর), এ্যাড.আব্দুল লতিফ (মনিরামপুর), শাহ্ আশরাফুজ্জামান (অভয়নগর), মোস্তফা ফারুক আহম্মেদ (অভয়নগর), আব্দুল আজিজ (চুড়ামণকাঠি), মিনহাজুল আরিফিন (চাঁচড়া)।
যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (ষষ্টিতলাপাড়া), আব্দুর রহমান বাদল চাকলাদার (পুরাতন কশবা), মিজানুর রহমান মিজান (কচুয়া), হাবিবুর রহমান (সদর)।সহকারী সাধারণ সম্পাদক সেকেন্দার আলী (উপশহর), রুহুল আমিন খান (উপশহর), রহিম ফারাজি (অভয়নগর), মাস্টার আনোয়ার হোসেন (শার্শা)। সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল (চাঁচড়রায়পাড়া), জাহাঙ্গীর আলম (আরবপুর), এ্যাড. হাবিবুর রহমান হাবিব (মনিরামপুর), আব্দুল লতিফ রানা (কেশবপুর), রুহুল আমিন লাবলু (উপশহর)। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন (আরবপুর), ডাঃ আক্তারুজ্জামান (শার্শা), আব্দুর রহমান (নওয়াপাড়া), আমজাদ হোসেন (শার্শা), মুজিবুর রহমান (শার্শা)।
অর্থ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু (বেজপাড়া)। যুগ্ম-অর্থ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল রহমান লেন্টু (বেজপাড়া)। প্রচার সম্পাদক শিকদার সাঈদ আহম্মেদ (অভয়নগর), যুগ্ম-প্রচার সম্পাদক আবদুল কাদের (অভয়নগর), দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন (যশোর), যুগ্ম-দপ্তর সম্পাদক শেখ শাহিন (শংকরপুর), কৃষি বিষয়ক সম্পাদক লাল্টু মিয়া (আরবপুর), যুগ্ম-কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সলেমান (বাঘারপাড়া), শ্রম বিষয়ক সম্পাদক বাচ্চু মোল্লা (চাঁচড়া), যুগ্ম-শ্রম বিষয়ক সম্পাদক রশিদ খান (বসুন্দিয়া), তথ্য ও গবেষনা সম্পাদক শুক্কুর আলী (রেলগেট), যুগ্ম-তথ্য ও গভেষনা সম্পাদক সাইদুর রহমান (চাঁচড়া), সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পিন্টু সরদার (রেলগেট), যুগ্ম-সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ শাহিন (ঘোষপাড়া)।
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কাশেম খান (বসুন্দিয়া), যুগ্ম-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (কচুয়া), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান (অভয়নগর), যুগ্ম-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খালেকুজ্জামান খালেক (রামনগর), এন.জি.ও বিষয়ক সম্পাদক আবদুল মঈন (মনিরামপুর), ধর্ম বিষয়ক সম্পাদক মুজিবর রহমান (কেশবপুর), মহিলা বিষয়ক সম্পাদিকা পারুল বেগম (আরবপুর), যুগ্ম-মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস কামাল (পুরাতনকশবা), যুব-বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী (রেলগেট), যুগ্ম-যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মুকুল (উপশহর), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদেক আলী (চাঁচড়া), স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পাদক আলীমুজ্জামান (রেলগেট), যুগ্ম-স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পাদক ডা. আব্দুল লতিফ (চাঁচড়া), সমবায় বিষয়ক সম্পাদক ওলিয়ার রহমান (মনিরামপুর)।
শিক্ষা বিষয়ক সম্পাদক সর্দার ইদ্রিস আলী (রেলগেট), যুগ্ম-শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা (কেশবপুর), আইন বিষয়ক সম্পাদক আব্দুল গফুর দুলাল (বাহাদুরপুর), যুগ্ম-আইন বিষয়ক সম্পাদক হোসেন আলী (বাঘারপাড়া), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম হাসান (কেশবপুর), যুগ্ম-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মজনু (যশোর)।
সদস্য : ল্যা: কর্নেল অব. ছাব্বির আহম্মেদ (অভয়নগর), মনিরুজ্জামান মনির (অভয়নগর), এ্যাড. গাজী সিদ্দিকী আহম্মেদ (উপশহর) এ্যাড. মজিবুর রহমান (উপশহর), মো. রুহুলআমিন (আর.এন.রোড), মাস্টার সোলাইমান (বাঘারপাড়া), ডা.মোজ্জাফর আলী (আরবপুর), ইদ্রিস আলী (রেলগেট), ডা.নাজিমউদ্দিন (চৌগাছা), জলিল খান (ঝিকরগাছা)।
আব্দুল রাজ্জাক (চুড়ামণকাঠি), খন্দকার এ কবির বাবুল (আর.এন রোড), এম এ হালিম (মনিরামপুর), শাহারিয়ার রহমান (যশোর), শামিম আহম্মেদ (ফতেপুর), রবিউল হক মোল্লা (অভয়নগর), আব্দুল কাদের (অভয়নগর), জাহাঙ্গীর হোসেন (যশোর), শামিম আহম্মেদ (ফতেপুর), রবিউল হক মোল্লা (অভয়নগর), এনায়েত হোসেন (ঝিকরগাছা), আক্তার হোসেন (চৌগাছা), ওসমান গণি (ঝিকরগাছা), আয়ুব হোসেন (যশোর), আজগার হোসেন (শার্শা), এনামুল হক (ঝিকরগাছা), আব্দুল মালেক (লিচুতলা), পোল্লাদ শাহা (চৌগাছা), শরিফুল কবির (চৌগাছা), মিজানুর রহমান (চৌগাছা), আব্দুল খালেক (চাঁচড়া), ইকরামুল হোসেন জুয়েল (রামনগর), আব্দুল সামাদ (রামনগর), সিরাজুল ইসলাম (কাশিমপুর), আবুল খায়ের(কাশিমপুর), ইমন হোসেন লাল্টু (দেয়াড়া), আবু সিদ্দিকী ঝন্টু (খড়কি), রশিদ খান (বসুন্দিয়া), তুহিন খান (বসুন্দিয়া), আব্বাস হোসেন (পোরসভা), আয়ুব হোসেন, (লেবুতলা), অশিত দাস (রেলরোড বেজপাড়া), নজরুল ইসলাম (বকচর), হাজী আব্দুর রশিদ (চৌগাছা), তরিকুল ইসলাম (মুড়লী), চাঁদ আলী (লেবুতলা), হাসিবুল হাসান শিমুল (শার্শা), মো. শাহিন (শার্শা), মোসলেম উদ্দিন (কেশবপুর)।একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages