ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, ঢাকা ১৩ জুলাই ২০১৮ ইং রিপোর্ট:
দেশে গণতন্ত্র না থাকলে বিএনপির নেতারা অসত্য এবং অগণতান্ত্রিক ভাষায় কথা বলতে পারতো না। দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা টকশোতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে স্বাধীনভাবে যা খুশি তা বলতে পারছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায় গুলিস্তান নাট্যমঞ্চে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গ্রেফতার দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় যুবলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের বিরুদ্ধে কথা বলে ঘরে ফেরার পথে অগণতান্ত্রিকভাবে কেউ কি তাদের বাধা প্রধান করছেন? স্বাধীনভাবে যাহা তাহা বলেও কোনও প্রকার আক্রান্ত না হয়েই বাড়ি ফিরে যাচ্ছে বিএনপি নেতারা। তারপরও তারা বলে দেশে গণতন্ত্র নেই।’
‘বিএনপির নালিশের ভাঙা রেকর্ড’ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নালিশ চলতে থাকে। তাদের এসব অভিযোগের জবাব আমরা আমাদের উন্নয়ন, আমাদের অর্জন ও আমাদের নেত্রীর সততা দিয়ে দেবো।’
বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দেয়া প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘৭ ধারা বাদ দিয়ে বিএনপি নিজেরাই খালেদা জিয়া-তারেক জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করেছে। এ ধারা বাদ দেয়ায় দলটি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ ও উন্মাদ দল হিসেবে পরিচিত হয়েছে।’
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট ও উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment