ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় গুনাথিলাকা-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 27 July 2018

ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় গুনাথিলাকা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
দ্বিতীয়বারের মতো ছয় ম্যাচের নিষেধাজ্ঞার কবলে শ্রীলঙ্কান ব্যাটসম্যান ধানুষ্কা গুনাথিলাকা। আজ শুক্রবার লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে নিষেধাজ্ঞার বিষয়টি।
গত ২১ জুলাই রাতে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় শ্লীলতাহানির অভিযোগে। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড সেদিনও নিশ্চিত করেনি ঠিক কি কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছে।
আজও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আচরণবিধি ভঙ্গের দায়ে এই শাস্তি দেয়া হয়েছে গুনাথিলাকাকে।
এদিকে লঙ্কান গণমাধ্যমের দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বো টেস্ট চলাকালীন গুনাথিলাকার হোটেল কক্ষে তার বন্ধু এক নরওয়ের নারীকে ধর্ষণ করছিলেন। পরে ওই নারী পুলিশকেও এমনটি জানান।
এর আগে গত বছরের অক্টোবরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিল এই ব্যাটসম্যান।
উল্লেখ্য, কলম্বো টেস্টে গুনাথিলাকা প্রথম ইনিংসে করেন ৫৭ ও দ্বিতীয় ইনিংসে ৬১ রান। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages