একুশে মিডিয়া ডেস্ক রিপোর্ট:
৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছে আহমেদ জাওয়াদ চৌধুরী। রোমানিয়ায় অনুষ্ঠিত এবারের আসরে ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ নম্বর পেয়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন তিনি।
জাওয়াদ চৌধুরী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের ছাত্র।
চলতি মাসের ৭ তারিখে উদ্বোধন হয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৮ আসরের। এ বছরের প্রতিযোগিতায় ১১৬ দেশের ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেন। দলগতভাবে ১১৪ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে ৪১তম অবস্থানে বাংলাদেশ।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ সদস্যপদ পায় ২০০৪ সালে। এরপর থেকে গত ১৪ আসরে মোট ৬টি রুপা, ১৯টি ব্রোঞ্জ ও ২৫টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে।
অবশেষে ১৪তম আসরে এসে কাঙ্ক্ষিত স্বর্ণপদক এসেছে বাংলাদেশে। এবারের আসরে স্বর্ণপদক ছাড়াও ৩টি ব্রোঞ্জ পদকের সাথে ২টি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।
রাহুল সাহা (ঢাকা কলেজ) ও সৌমিত্র দাস (পুলিশ লাইনস হাইস্কুল, ফরিদপুর) পেয়েছে সম্মানজনক স্বীকৃতি। জয়দীপ সাহা (নটর ডেম কলেজ), তামজিদ মোর্শেদ রুবাব (নটর ডেম কলেজ) ও তাহনিক নূর সামিন (নটর ডেম কলেজ) পেয়েছে ব্রোঞ্জ পদক। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment