একুশে মিডিয়া, নাটোর রিপোর্ট:
নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলা সীমান্ত দাঁইরপাড়া এলাকায় শনিবার (২১ জুলাই) সন্ধায় নাটোর-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে অজ্ঞাত দুই নিহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ননীগোপাল জানান, রাজশাহী থেকে ফরিদপুরগামী সরকার পরিবহনের একটি বাস নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম ও লালপুর উপজেলা সীমান্ত দাঁইরপাড়া এলাকায় পৌছালে বিপরিতমুখী বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছিটকে মহাসড়কের উপর চাপা পরে দুইজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসের কয়েকজন যাত্রী আহত হয়।
আহতদের উদ্ধার করে বনপাড়ায় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, বাস ও ট্রাক দুটি সড়ক থেকে পাশে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। একুশে মিডিয়া।””
No comments:
Post a Comment