মালীতে স্থলবোমা বিস্ফোরণে ৪ সেনা সদস্য নিহত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 1 July 2018

মালীতে স্থলবোমা বিস্ফোরণে ৪ সেনা সদস্য নিহত-একুশে মিডিয়া

একুশে মিডিয়া:
মালীর মোপটি’র মধ্যাঞ্চলে স্থলবোমা বিস্ফোরণে দেশটির চার সেনা সদস্য নিহত হন। আহত হন আরো দুই জন। শনিবার এই ঘটনা ঘটে। এ অঞ্চলের গভর্নর একথা জানান। খবর বার্তা সংস্থা  এএফপি’র।
খবরে বলা হয়, স্থলবোমা সেনাদের বহনকারী গাড়িতে আঘাত হানায় তাদের মৃত্যু হয়।
গভর্নর সিদি আলাসসানি তৌরি বলেন, কোরো সীমান্ত অঞ্চলের কাছে সেনাদের বহনকারী গাড়ি মাইন বিস্ফোরণে বিধ্বস্ত হয়। এতে চার সেনা সদস্য নিহত এবং অপর দুই জন আহত হয়েছে।
তিনি বলেন, জুলাইতে মালীর প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে সেনাবাহিনী ওই অঞ্চলে টহল জোরদার করেছে। এলাকাটিতে সাম্প্রদায়িক সংঘাতের উত্তাপ বিরাজ করছে।
মোপটি থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে কোরো অঞ্চলের অধিবাসীরা জানান, সন্ত্রাসীরা সর্বত্র স্থলবোমা বসানো শুরু করেছে। বাসস।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages